ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


মহাকাশ থেকে কাবার ছবি তুললেন নভোচারী


১৭ জানুয়ারী ২০২০ ০১:০০

ছবি সংগৃহীত

ভূ-পৃষ্ট হতে প্রায় ৩৫০ কিলোমিটার উচ্চতায় অবস্থান করে মহাকাশ স্টেশন হতে স্যাটেলাইটের মাধ্যমে ইসলামের পবিত্রতম স্থান মসজিদ আল হারামের (কাবা) ছবি তুলেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রথম নভোচারী হাজজা আল মানসুরী। সংযুক্ত আরব আমিরাতের প্রথম নভোচারী হিসেবে গত ২৫ সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে অবস্থান করছেন হাজজা আল মানসুরী।

মঙ্গলবার (০১ অক্টোবর) হাজজা আল মানসুরী মসজিদ আল হারামের (কাবা) একটি ছবি ইন্সটাগ্রামে তার নিজ একাউন্ট থেকে শেয়ার করেন। স্যাটেলাইটের মাধ্যমে তোলা সেই ছবি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক সাড়া ফেলে। পবিত্র নগরী মক্কা ও কাবার প্রতি শ্রদ্ধা নিবেদন করে হাজজা ছবিটির ক্যাপশনে লেখেন ‘এটি এমন একটি জায়গা যা সারা বিশ্বের প্রতিটি মুসলমানের হৃদয়ে বাস করে এবং তারা এটির দিকে মুখ করেই সালাত আদায় করে।’ এর আগে হাজজা আল মানসুরী মহাকাশ যাত্রার সময় সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন পবিত্রগ্রন্থ কুরআনের একটি কপি।