সানি লিওনের সাথে স্ত্রীর তুলনা,স্বামী গ্রেপ্তার

দাম্পত্য কলহের জেরে তাদের সম্পর্ক যাই যাই করছিলো। এর মাঝেই ঘটে গেলো মহা বিপত্তি। স্বামী তার স্ত্রীকে সানি লিওনের সঙ্গে তুলনা করে অপমান করলেন। অপমানের বদলা নিতে স্বামীর বিরুদ্ধে গৃহ নির্যাতনের অভিযোগ আনেন ওই নারী। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে ভারতের পুনে পুলিশ।
সংবাদমাধ্যম জানায়, ২০০৮ সালের দিকে বিয়ে হয়েছিল ওই দম্পতির। তার পর তারা কাজের জন্য চলে আসেন পুনেতে। তার পর থেকে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হত। বদমেজাজি স্বামীর এই স্বভাবে বিরক্ত হয়ে নিজের মেয়েকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি ফিরে যান ওই নারী। খবরে আরও জানা যায়, যদিও স্বামীর অনুরোধে ফিরে আসেন মাস ছয়েক পরে। কিন্তু তার পরও স্বামীর আচরণ বদলায়নি বলে পুলিশে করা অভিযোগে জানিয়েছেন ওই নারী।
জানা যায়, মিউজিক কম্পোজিশনের জন্য স্বামীর কাছে টাকা চান ওই নারী। তখনই তাকে সানি লিওনের সঙ্গে তুলনা করে বলেন, সানি লিওন তাও শরীর বিক্রি করে টাকা আয় করে। তুমি তো তাও পার না। স্বামীর এই ধরনের অপমানে ধৈর্যের বাধ ভাঙে স্ত্রীর। তিনি অভিযোগ করেন পুলিশে। তারপর পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
নতুনসময়/আইকে