ঢাকা রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র ১৪৩২


বাগদাদে মার্কিন দূতাবাস ও বিমানঘাঁটিতে রকেট হামলা


৬ জানুয়ারী ২০২০ ০০:১১

ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস ও বিমানঘাঁটিতে একযোগে ৫টি রকেট হামলা চালানো হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) এ হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়। খবরে বলা হয়, বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে দুটি রকেট ছোড়া হয়েছে। এছাড়া বাগদাদের উত্তরে মার্কিন সেনাদের বালাদ বিমানঘাঁটিতে তিনটি রকেট ছোঁড়া হয়েছে। একযোগে এসব রকেট ছোঁড়া হয়।

বাগদাদ বিমানবন্দরে মার্কিন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেমানি নিহত হওয়ার একদিন পরই এ হামলার ঘটনা ঘটলো। তবে কে বা কারা এসব হামলা চালিয়েছে এ ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

নতুনসময়/আইকে