অস্ট্রেলিয়ায় ৪ মাস ধরে জ্বলতে থাকা দাবানলে নিহত ১৮, নিখোঁজ ১৭

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস রাজ্যে ভয়াবহ দাবানলে আটকে পড়াদের উদ্ধারে যোগ দিয়েছে নৌবাহিনী। সামরিক বিমান ও জাহাজে উদ্ধারকাজ চলছে। আগুনের কারণে অনেক রাস্তা আটকে পড়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে।
নিউ সাউথ ওয়েলসে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৭৬টি বসতবাড়ি। এছাড়া, সোমবার ভিক্টোরিয়া রাজ্যের ইস্ট গিপ্সল্যান্ডের প্রধান মহাসড়ক ‘প্রিন্সেস হাইওয়ে’ বন্ধ করে দেওয়ায় ওই অঞ্চলে আটকে পড়েন প্রায় ৩০ হাজার পর্যটক ও ৪৫ হাজার স্থানীয় বাসিন্দা। বুধবার (১ জানুয়ারি) দুই ঘণ্টার জন্য ওই সড়ক খুলে দেওয়া হলে এলাকা ছাড়তে শুরু করে মানুষ।
গত সোমবার (৩০ ডিসেম্বর) ভয়াবহ দাবানলে দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যে সাত জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে বুধবার (১ জানুয়ারি) সকালে দু’টি আলাদা গাড়ির ভেতর থেকে দু’জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
আগুনে নতুন করে নিউ সাউথ ওয়েলসে প্রায় একশ বাড়ি পুড়ে গেছে। আগুন আরো বাড়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস।
গেলো প্রায় চার মাস ধরে জ্বলতে থাকা দাবানলে প্রাণ গেছে অন্তত ১৮ জনের। পুড়ে গেছে ১২শ বাড়িঘর। দুই রাজ্যে এখনো নিখোঁজ অন্তত ১৭ জন।
আগুন নেভাতে সরকারের ব্যর্থতার অভিযোগ অস্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।