ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


ভারতে বিধানসভায় নাগরিকত্ব বিল বাতিলের প্রস্তাব পাশ!


১ জানুয়ারী ২০২০ ০৯:২৩

ভারতের বিতর্কিত নাগরিকত্ব বিল লোকসভায় পাশ হওয়ার পর থেকেই ভারতজুড়ে চলছে বিক্ষোভ। নানা স্থানে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীরা নেমে এসেছেন রাস্তায়, পুলিশের সাথে সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে ৬০ জন। ভারতের লোকসভায় বিলটি পাশ হলেও দেশটির সব রাজ্য কিন্তু এতে সম্মতি জানায় নি। এবার কেরালার বিধানসভা সংসদে নাগরিকত্ব বিল বাতিলের প্রস্তাবই পাশ হয়ে গেল।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নাগরিকত্ব সংশোধিত আইন (সিএএ) বাতিলের প্রস্তাব উত্থাপন করেন। এসময় তিনি বলেন, ‘সিএএ চালুর অর্থ হলো ধর্মের ভেদাভেদ তৈরি করা। এ আইন দেশের ধর্মনিরপেক্ষতার ভিত্তি ও আদর্শ পরিপন্থী।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আইনটি আমাদের সংবিধানের নীতি ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। দেশের মানুষের উদ্বেগের বিষয়টি বিবেচনা করে সংবিধানের ধর্মনিরপেক্ষতার বিধান অক্ষুণ্ণ রাখতে নাগরিকত্ব সংশোধনী আইনটি বাতিলে কেন্দ্রের পদক্ষেপ নেওয়া উচিত।’ কেরালার কোন বন্দি শিবির হবে না বলেও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।