ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


ভারতের নাগরিকত্ব আইনের প্রতিবাদে ফুঁসে উঠেছে পাকিস্তানি হিন্দুরা


২২ ডিসেম্বর ২০১৯ ২৩:৪২

ভারতের বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এবার ফুঁসে উঠেছে পাকিস্তানি হিন্দুরা।

আইনটিতে মুসলিম সম্প্রদায়ের প্রতি বৈষম্যের অভিযোগ এনে অবিলম্বে বিতর্কিত এই আইন বাতিলের দাবি জানিয়েছেন তারা।

গলফ নিউজ সূত্রের বরাতে শনিবার সংবাদ প্রতিদিন এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, পাকিস্তানের হিন্দুরা ভারতের বিতর্কিত নাগরিকত্ব গ্রহণ করতে চান না। দুবাইয়ে কর্মরত এক পাকিস্তানি হিন্দু দিলীপ কুমার বলেছেন, ‘ভারতের নতুন নাগরিকত্ব আইন বৈষম্যমূলক। এটি মানবতা ও সনাতন ধর্মের পরিপন্থী।’

তিনি আরও বলেন, ‘মানুষ হিসেবে, ধর্মের ভিত্তিতে প্রণয়ন করা কোনো আইন আমরা মানি না। পাকিস্তানের হিন্দুরা সবসময় সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। সেই কারণেই ভারতীয় মুসলমানরা আতঙ্কিত হন, এটা আমরা চাই না।’

একই সুর শোনা গেছে পাকিস্তানের খ্রিস্টান সম্প্রদায়ের গলায়। রেভারেন্ড জোহান কাদির নামের এক পাকিস্তানি খ্রিস্ট ধর্মাবলম্বী বলেন, ‘পাকিস্তানের খ্রিস্টানরা ভারতের নাগরিকত্ব নিতে মোটেও আগ্রহী নয়। মোদির এই নয়া আইন সংখ্যালঘুদের পক্ষে নয়। এটি মানবতার বিরোধী।’

এর আগে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সরব হয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আইনটির বিরোধিতায় পরমাণু হামলার হুমকি পর্যন্ত দিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রও। একাধিক দ্বিপাক্ষিক বৈঠক বাতিল করেছে বাংলাদেশও। সব মিলিয়ে নাগরিকত্ব আইন নিয়ে ভারত সরকারের ওপর কিছুটা হলেও চাপ বাড়ছে।

নতুনসময়/আইকে