ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


নাগরিকত্ব বিল: প্রণব মুখার্জির মেয়ে আটক


২১ ডিসেম্বর ২০১৯ ০৯:৪৬

ভারতের নাগরিকত্ব আইন নিয়ে সরব সর্বস্তরের মানুষ। এই তালিকা থেকে বাদ যান নি ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও তার মেয়ে। প্রণব বলেছিলেন, সবার মত না শুনলে গণতন্ত্র হয় না। এই বক্তব্যের এক দিন পরেই ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনের সামনে থেকে গ্রেফতার হয়েছেন প্রণব মুখার্জির মেয়ে ও দিল্লি কংগ্রেসের নারী ইউনিটের প্রধান শর্মিষ্ঠা মুখার্জি। শুক্রবার (২০ ডিসেম্বর) তাকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার দুপুরে ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন পাসের প্রতিবাদে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ির সামনে দিল্লি কংগ্রেসের নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ করছিলেন শর্মিষ্ঠা মুখার্জি। এ সময় পুলিশ তাকে গ্রেফতার করে। তার সঙ্গে দলটির অন্তত ৫০ নারীকে আটক করে পুলিশ। এই খবর শর্মিষ্ঠা নিজেই থানা থেকে টুইট করেছেন, তাদের গ্রেফতার করে মায়া মৃগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

নতুনসময়/আইকে