ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


সু চির রাখাইন সফরের আগে বিস্ফোরণ


২১ ডিসেম্বর ২০১৯ ০৯:৩০

মিয়ানমারের রাখাইন রাজ্যের দক্ষিণাঞ্চলে গতকাল বৃহস্পতিবার সফরে গেছেন দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চি। তাঁর এই সফরকে বিরল বলা হচ্ছে। কারণ, ২০১৭ সালে রাখাইনে নতুন করে সহিংসতা শুরুর পর এই প্রথম সু চি রাখাইন সফরে গেলেন। তবে এই সফরের ঠিক আগমুহূর্তে সেখানে ছোট আকারের তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রাখাইনের স্থানীয় এক কর্মকর্তা বলেন, সু চি রাখাইনের পশ্চিম উপকূলীয় শহর মানাংয়ে একটি সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করতে যান। তুলনামূলক শান্ত এই শহরেই একে একে ওই বিস্ফোরণগুলোর ঘটনা ঘটে। কোনো গোষ্ঠীই ওই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। এ বিষয়ে রাখাইনের আঞ্চলিক সরকারের মুখপাত্র উইন মিন্ট বার্তা সংস্থা এএফপিকে বলেন, তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। শহরে সু চি এসে পৌঁছানোর আগে এসব বিস্ফোরণ ঘটে।

নতুনসময়/আইকে