ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


নামাজ পড়ছেন মুসল্লিরা, মানবদেয়াল তৈরী করে রক্ষা করলেন হিন্দু ও শিখ


২১ ডিসেম্বর ২০১৯ ০৯:০৮

ভারতের নাগরিকত্ব বিল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির সর্বস্তরে। বিভিন্ন রাজ্য উত্তাল, পুলিশের সাথে হচ্ছে সংঘর্ষ। কিছুক্ষেত্রে পুলিশ বিক্ষোভকারীদের ওপর চালিয়েছ গুলি। বেশ কয়েকটি রাজ্যে জারি করা হয়েছে কারফিউ। এমন অবস্থায় শুক্রবার (২০ ডিসেম্বর) দেখা গেল সাম্প্রদায়িক সম্প্রীতির এ অভূতপূর্ব দৃশ্য।সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, আন্দোলনের সময় দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে মুসলিমরা জামাতের সঙ্গে নামাজ আদায় করছেন, আর তাদের সুরক্ষা দিতে পাশে মানব শেকল তৈরি করেছেন হিন্দু ও শিখ আন্দোলনকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভিডিওটি প্রথম শেয়ার করেন ঐশ্বরিয়া পালিওয়াল নামে এক সাংবাদিক। ক্যাপশনে জমিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়কে হ্যাশট্যাগ করে তিনি লেখেন, ‘রাজধানীতে সিএএ ও এনআরসির বিরুদ্ধে বিক্ষোভের সময়কালীন দৃশ্য এটা।’

নতুনসময়/আইকে