ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


রাজস্থানের মরুভূমিতে হঠাৎ করেই তুষারপাত!


২১ ডিসেম্বর ২০১৯ ০২:১৬

ভারতের রাজস্থান মরুভূমি এলাকা। যেখানে বছরে কোনো কোনো এলাকায় আকাশে মেঘের দেখা পাওয়া যায়। সেখানেই যদি তুষারপাত হয় তবে তা কল্পনাতীত। এমনটাই ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যের মরুভূমিতে। হঠাৎ করেই বরফ পড়তে শুরু করেছে। এমন ঘটনা এবারই প্রথম বলে দাবি করেছে দেশটির আবহাওয়া দফতর। তবে মরুভূমিতে বরফ দেখে চরম খুশি স্থানীয়রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মরুভূমিতে বরফের ছবি। চলতি মাসে হঠাৎ করেই বরফের চাদরে ঢেকে গেছে রাজস্থানের নাগৌর এলাকা। রাস্তাঘাটের তামাটে রং বদলে রূপ নিয়েছে ধবধবে সাদায়। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে।

আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছে, তুষারপাত বলতে যা বোঝায়, রাজস্থানে ঠিক তেমনটা ঘটেনি। শিলাবৃষ্টি হয়েছে। কিন্তু সেই বৃষ্টির পরিমাণ এতটাই বেশি ছিল যে চারদিক সাদা হয়ে যায়। রাজস্থানের গতানুগতিক আবহাওয়ায় এমন ঘটনাও যথেষ্ট আশ্চর্যজনক। ভারতীয় আবহাওয়াবিদরা বলছেন, একদিনের এ বরফপাতে সাধারণ মানুষের আনন্দ হলেও বিষয়টি চিন্তার। বিষয়টি বৈশ্বিক উষ্ণায়নে আবহাওয়ার স্বাভাবিক প্রকৃতিতে বিরূপ প্রতিক্রিয়ার বিষয়টি তুলে ধরছে।

নতুনসময়/আইকে