ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেন প্রেসিডেন্ট ট্রাম্প


১৯ ডিসেম্বর ২০১৯ ২১:৩১

ফাইল ছবি

ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধার অভিযোগে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসন প্রস্তাব পাশ হয়েছে। এটি আগামী মাসে উঠতে পারে সিনেটে।

এর আগে ৬ ঘণ্টা চলে বিতর্ক। এতে হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, ট্রাম্প মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি। তাকে অভিশংসিত করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। এর আগে ১৮৬৮ সালে অ্যান্ড্রু জনসন ও ১৯৯৮ সালে বিল ক্লিনটনকে অভিশংসনে মার্কিন প্রতিনিধি পরিষদে বিল পাশ হয়।

তবে সিনেটে বেঁচে যান তারা। অর্থাৎ অভিশংসন প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা থেকে কোনো মার্কিন প্রেসিডেন্টকে সরানো যায়নি। সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় সেখানে অভিশংসন প্রস্তাব পাশ হওয়া প্রায় অসম্ভব।

সিনেটে ডেমোক্রেট সবার পাশাপাশি অন্তত ২০ জন রিপাবলিকান সিনেটরের সমর্থন দরকার হবে। এদিকে মিশিগানে ট্রাম্পের পক্ষে সমাবেশে অংশ নিয়েছেন তার সমর্থকরা।