নাগরিকত্ব আইন কার্যকর করায় কোনও স্থগিতাদেশ নেই: সুপ্রিম কোর্ট

নাগরিকত্ব আইন নিয়ে কেন্দ্রকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। এই আইনের বিরোধিতা করে একগুচ্ছ আবেদন জমা পড়েছ শীর্ষ আদালতে। তার ভিত্তিতেই বুধবার কেন্দ্রকে নোটিশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে সুপ্রিম কোর্ট এও জানিয়েছে যে নাগরিকত্ব আইন কার্যকর করার ক্ষেত্রে কোনও স্থগিতাদেশ থাকছে না। তবে নাগরিকত্ব আইন সম্পর্কে সাধারণ মানুষকে যাতে বিস্তারিত জানানো হয়, সে ব্যাপারে কেন্দ্রকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী জানুয়ারি মাসে এই সংক্রান্ত মামলার শুনানি হবে। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম কলকাতা২৪।
গত ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার রাতে নাগরিকত্ব সংশোধনী বিলে সম্মতি দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আইনে পরিণত হয় নাগরিকত্ব বিল। এরপর থেকেই বিক্ষোভ শুরু হয়েছে দেশ জুড়ে। উত্তর-পূর্ব থেকে শুরু হয়ে বিক্ষোভের আঁচ ছড়িয়েছে দেশের একাধিক রাজ্যে। এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে, বিচারপতি বিএস গাভাই ও বিচারপতি সূর্য কান্ত এই আইন প্রয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ নেই বলে জানিয়েছেন। এই আইন সম্পর্কিত মোট ৫৯টি আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। আগামী ২২ জানুয়ারি সেইসব আবেদন শুনবে আদালত।
নতুনসময়/আইকে