ঢাকা মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৮ই জ্যৈষ্ঠ ১৪৩১


নাগরিকত্ব আইন প্রত্যাহার করা হবে না: অমিত শাহ


১৮ ডিসেম্বর ২০১৯ ২২:৩৫

ফাইল ছবি

ভারতে এনআরসিতে নাম থাকলেই কেবল দেশটির নাগরিকত্ব প্রমাণিত হবে। ভারতীয় একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে এমন মন্তব্য করেছেন, দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিত শাহ বলেন, ভোটার কার্ড কিংবা আধার কার্ড ভারতের নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য হবে না। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই গোটা ভারতে এনআরসি কার্যকরের ঘোষণা দেন অমিত শাহ।

এদিকে, নাগরিকত্ব আইন নিয়ে এখনও উত্তপ্ত ভারত।

আইন চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের করা প্রায় ৬০ টি পিটিশনের শুনানি আজ বুধবার (১৮ ডিসেম্বর)। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ শুনানি হবে।

কলকাতায় আজও নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা। পশ্চিমবঙ্গে সহিংসতায় জড়িতদের দেখা মাত্র পুলিশকে গুলির নির্দেশ দিয়েছেন, বিজেপির কেন্দ্রীয় রেলপথ মন্ত্রী, সুরেশ আগাধি।