ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


অগ্নিগর্ভ আসাম: অনিশ্চিত জাপানি প্রধানমন্ত্রীর ভারত সফর


১৪ ডিসেম্বর ২০১৯ ০২:৩৫

ছবি সংগৃহীত

ভারতের বিজেপি সরকারের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল বা সিএবি পাসের প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে পড়েছে আসামসহ উত্তর-পূর্বাঞ্চল। সেনা মোতায়েন করেও বিক্ষোভ দমানো যাচ্ছে না। এই অবস্থায় অনিশ্চয়তার মুখে পড়েছে জাপানের প্রধানমন্ত্রী আবে শিনজোর ভারত সফর। টোকিওর সংবাদমাধ্যম বলছে, আসামের গৌহাটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আবে শিনজোর একটি বৈঠক হওয়ার কথা থাকলেও এখন জাপানী প্রধানমন্ত্রী সফর বাতিলের চিন্তা করছেন।

সম্প্রতি সিএবি পাসের জন্য সংসদে উত্থাপনকালে বাংলাদেশকে নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অদ্ভূত বক্তব্য দেন। তিনি পাকিস্তান-আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের নামও উল্লেখ করে বলেন, ‘এসব দেশে লাখ লাখ মানুষের সঙ্গে ধর্মীয়ভাবে প্রতারণা করা হয়েছে। এই বিলের মাধ্যমে সেসব শরণার্থীদের অধিকার দেয়া হবে। উল্লিখিত তিন দেশ থেকে ভারতে যাওয়া অমুসলিমদের নাগরিকত্ব প্রদান করা হবে।’