ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


অপরাধীকে বিয়ের প্রস্তাব দিল নারী পুলিশ!


১ ডিসেম্বর ২০১৯ ১১:৩২

আসামি ধরার জন্যে কত অদ্ভুত উপায়ই না ব্যবহার করে পুলিশ। এবার বিয়ের ফাঁদে ফেলে আসামিকে আটক করলেন এক নারী পুলিশ কর্মকর্তা। ভারতের উত্তরপ্রদেশের চৌবে নামের এক ব্যক্তি মধ্যপ্রদেশে একটি খুন করে এসে পালিয়ে ছিলেন। কিছুতেই তাকে ধরা যাচ্ছিল না। অনুসন্ধানে পুলিশ জানতে পারে, নারীদের ওপর চৌবের দুর্বলতা আছে। পুলিশ এই দুর্বলতাই কাজে লাগাবার সিদ্ধান্ত।

এক নারী পুলিশকর্মী চৌবেকে ফোন করেন। জানান, ভুল করে ফোন চলে গেছে। এরপর চৌবে নিজে থেকেই ফোন করে ওই নারীর সঙ্গে কথা বলা শুরু করে। এক সপ্তাহ পরেই বিয়ে করার প্রস্তাব দেন নারী। সেই প্রস্তাব মতো উত্তরপ্রদেশে বিজোরির গ্রামের একটি মন্দিরে চৌবেকে ডেকে পাঠানো হয়। সেখানেই হাজির ছিলেন সাদা পোশাকের পুলিশ। চৌবে এলেই তাকে সেখানে গ্রেপ্তার করা হয়।