ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


রাখাইনে অন্তত ৪০ সেনা-পুলিশ সদস্য অপহরণ


২৭ অক্টোবর ২০১৯ ১০:৫৫

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে পুলিশ ও সেনাবাহিনীর ৪০ জনেরও বেশি সদস্যকে অপহরণ করেছে আরাকার আর্মি। শনিবার রাজ্যের সিত্তের উত্তরাঞ্চল থেকে তাদেরকে অপহরণ করা হয় বলে নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী। খবর আল-অ্যারাবিয়া’র।

মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র জ্য মিন জানান, শনিবার নৌপথে অফ-ডিউটি সেনা ও পুলিশ সদস্যদের নিয়ে যাওয়ার সময় তাদের বহনকারী ফেরিতে গুলি চালায় আরাকান আর্মির সদস্যরা। এ সময় ফেরিটিকে পাড়ে নিয়ে আসতে বাধ্য করা হয়।

ফেরি থেকে ১০ জনেরও বেশি সেনা, ৩০ জনের মতো পুলিশ ও ২ জন কারা সদস্যকে অপহরণ করা হয়। তাদের খুঁজতে ইতোমধ্যে হেলিকপ্টারের সাহায্যে অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে নদীর তীরর্বতী এলাকার আশপাশে বিদ্রোহীদের বিশাল ঘাঁটি শনাক্ত করা হয়ছে।

উল্লেখ্য, সম্প্রতি রাখাইন থেকে আরাকান আর্মিকে হটাতে কয়েক হাজার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এর মধ্যেই এই অপহরণের ঘটনা ঘটলো।

নতুনসময়/আইকে