ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


ভারতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কিয়ার


২৭ অক্টোবর ২০১৯ ০৩:৪১

নতুন সময়

ভারতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কিয়ার। আরব সাগরের (সিন্ধু সাগর) গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির মৌসুম অফিস।

এ নিম্নচাপের প্রভাবে দেশটির কোঙ্কন অঞ্চল, গোয়া, কর্নাটকের উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ওড়িষ্যা, আসাম, মেঘালয়েও ভারী বৃষ্টি হবে।

তবে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দফতর বলছে, গভীর নিম্নচাপটি ২৬ ঘণ্টার মধ্যে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আশার কথা হলো- ভারতীয় উপকূলে কিয়ারের আছড়ে পড়ার সম্ভাবনা ক্ষীণ।

সম্প্রতি আবহাওয়া বার্তায় দেশটির মৌসুম অফিস জানায়, রাত সাড়ে ১১টায় মধ্যে পূর্ব-মধ্য আরব সাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়। ওই গভীর নিম্নচাপটি মহারাষ্ট্রের রত্নগিরির দক্ষিণ থেকে ২০০ কিলোমিটার এবং ৩১০ কিলোমিটার পর্যন্ত পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে মুম্বইয়ে অবস্থান করবে। আগামী ৫ দিনের মধ্যে এটি পশ্চিম-উত্তর-পশ্চিমে ওমান উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

নতুনসময়/এসএম