ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


ভারতীয় সেনা ও কাশ্মীরিদের মধ্যে সংঘর্ষ, নিহত-৩


২৪ অক্টোবর ২০১৯ ০৪:৩৩

ভারতের দক্ষিণ কাশ্মীরে অভিযান শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। সেখানে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। সংঘর্ষে তিনজন নিহতেরও খবর পাওয়া যায়। নিহতরা জঙ্গী বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।

মঙ্গলবার (২২ অক্টোবর) সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পকিস্তানি সেনাবাহিনী যে গোলাগুলি ভারতীয় সীমান্ত বরাবর করছিল তার ফাঁক দিয়েই জঙ্গি অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করছিল পাকিস্তান। এমন অভিযোগ করে ভারত। এরপরই দক্ষিণ কাশ্মীরের ত্রালে ৩ জইশ জঙ্গিকে আজ হত্যা করে করে ভারতীয় সেনারা।

প্রাথমিকভাবে জানা গেছে, দুই গুজ্জর নেতাকে হত্যা করার নেপথ্য়ে রয়েছে এই ৩ জইশ জঙ্গি। প্রসঙ্গত, এই মাসের শুরুতেই এর আগে কাশ্মীরের অনন্তনাগে ৩ জঙ্গিকে হত্যা করে ভারতীয় সেনাবাহিনী। ছত্তিশগড় থেকে আসা কাশ্মীরে তিন শ্রমিকের হত্যার নেপথ্যে ছিল ওই জঙ্গিরা।

নতুনসময়/আইকে