ঢাকা মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৮ই জ্যৈষ্ঠ ১৪৩১


গাদ্দাফিকে হত্যায় ফ্রান্সের জড়িত থাকার কথা ফাঁস


২২ অক্টোবর ২০১৯ ০৭:২৮

ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কাছে পাঠানো তিন হাজার গোপন ইমেইল থেকে মুয়াম্মার গাদ্দাফিকে হত্যার ঘটনায় ফ্রান্সের জড়িত থাকার কথা ফাঁস হয়ে গেছে। খবর ইরানের নিউজ সাইট পার্সটুডের।

আরবি দৈনিক রাই আল-ইয়াওম জানিয়েছে, এসব ইমেইলে বলা হয়েছে যে, আফ্রিকায় আধিপত্য টিকিয়ে রাখতে এবং লিবিয়ার তেলের সর্বোচ্চ ব্যবহার করতে দেশটির সাবেক সরকারপ্রধান গাদ্দাফি সরকারের পতন ঘটাতে ন্যাটোকে ব্যবহার করে ফ্রান্স।

ইমেইলগুলো ২০১১ সালে হিলারিকে পাঠানো হয়। ওই বছরে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে গণঅভ্যুত্থান হয় এবং এর জেরে কয়েকটি দেশের সরকারের পতন ঘটে। উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজি থেকে গাদ্দাফি সরকারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন শুরু হয়।

এসময় গাদ্দাফি এই আন্দোলন দমন করতে বেনগাজির দিকে যে বিশাল সামরিক বহর পাঠান বিমান হামলা চালিয়ে সেটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেয় ন্যাটোর বাহিনী। এতে তার সরকারের ওপর যে আঘাত আসে তা সামলাতে পারেননি তিনি। পরে গাদ্দাফি বিক্ষুব্ধ জনতার হাতে ধরা পড়ে নিহত হন।

নতুনসময়/এসএম