ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


কাশ্মীর ইস্যুতে তুরস্কের সফর বাতিল করল: নরেন্দ্র মোদি


২১ অক্টোবর ২০১৯ ০৫:০৮

ফাইল ফটো

কাশ্মীর ইস্যুতে তুরস্কের অবস্থানকে ‘কাণ্ডজ্ঞানহীন’ আখ্যা দিয়ে আঙ্কারায় সম্ভাব্য   করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অক্টোবরের শেষ সপ্তাহে সৌদি আরব সফরের পর সেখান থেকে তার তুরস্কে যাওয়ার কথা ছিল। খবর আনন্দবাজার পত্রিকার।

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা দেয়া ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর মোদি সরকারকে একঘরে করতে চাইছে পাকিস্তান। চীনকে পাশে নিয়ে বিষয়টি আন্তর্জাতিক মহলেও তুলে ধরেছে দেশটি। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ঘটনায় তুরস্কের অবস্থান শুরু থেকেই ভারতের বিপক্ষে।

এরদোগান চাইছেন, পাকিস্তানের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে যেন সংকটের সমাধান করা হয়। জাতিসংঘের সাধারণ অধিবেশনেও বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করেছেন তিনি।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, তুরস্কের প্রেসিডেন্টের এমন মন্তব্যকে গুরুত্ব দিতে চাইছে না ভারত। কারণ কাশ্মীর ইস্যুটি একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়।

পাশাপাশি তিনি জানান, কাশ্মীর ইস্যু কী, তা তুরস্ককে বুঝিয়েও দেয়া হয়েছে, যাতে তারা এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকে।

নতুনসময়/এসএম