ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ


২০ অক্টোবর ২০১৯ ০৭:১৫

ফাইল ফটো

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে (৩৫) ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে সাংমা প্রু নামে ওই যুবককে ধরে নিয়ে যায় বিএসএফ। সুবেদার আবুল কাশেম বলেন, কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা কাউবাড়ি গ্রামের ফ্রেমান্ট হাচ্ছার ছেলে সাংমা প্রুকে ধরে নিয়ে গেছে বিএসএফ।

লেঙ্গুরা সীমান্তের ১১৭১ নং পিলার থেকে ১৫০ গজ ভেতরে গেলে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন লেঙ্গুরা বিজিবি ক্যাম্পের সুবেদার আবুল কাশেম।

নতুনসময়/এসএম