ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


কবর খুঁড়তে গিয়ে উদ্ধার হলো জ্যান্ত পুঁতে রাখা নবজাতক!


১৫ অক্টোবর ২০১৯ ০২:৪৫

ছবি: প্রতীকী

এক নবজাতকের মরদেহ কবর দেয়ার জন্য কবর খুঁড়তে গিয়ে মাটির তিন ফুট নিচ থেকে বেরিয়ে এলো মাটির পাত্রে পুঁতে রাখা এক মেয়ে নবজাতকের দেহ। ভারতের উত্তর প্রদেশের বারেলিতে এমন ঘটনা ঘটেছে। ধারনা করা হচ্ছে মেয়ে শিশু জন্ম নেয়ায় কেউ তাকে জ্যান্ত পুঁতে রেখে চলে যায়। কবর খুঁড়তে আসা লোকজন দ্রুত ওই নবজাতককে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। উদ্ধার করা নবজাতকটি এখনো বেঁচে আছে।

হিতেস কুমার নামে এক ব্যাবসায়ীর স্ত্রী পুলিশের এসআই ভাইশালি প্রচণ্ড পেট ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে সেখারে ৭ মাস বয়সী একটি মৃত অপরিনত নবজাতক প্রসব করেন। সে মৃত নবজাতককে সমাহিত করার জন্য কবর খুঁড়তে গিয়ে মাটির পাত্রে তিন ফুট মাটির নিচে পুঁতে রাখা ওই নবজাতকটি উদ্ধার করা হয়। চেইনপুর এলাকার এমএলএ রাজেশ মিশ্র মেয়েটির ভরণ-পোষণের দায়িত্ব নেন বলে পুলিশ জানায়।

নতুনসময়/আইকে