ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


স্বামীর প্রেমিকাকে ল্যাম্পপোস্টে বেঁধে পেটালেন স্ত্রী


২৩ সেপ্টেম্বর ২০১৯ ২৩:২৬

ছবি সংগৃহীত

পরকীয়া লিপ্ত থাকা স্বামীকে প্রেমিকার সাথে হাতে নাতে ধরে প্রেমিকাকে বেদম প্রহার করেছে এক নারী।

রবিবার রাত ৮টার দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রায়গঞ্জের মোহনবাটি এলাকায় এ ঘটনা ঘটে।

বেশ কিছুদিন ধরে স্বামী নারায়ণকে সন্দেহ করছিলেন স্ত্রী মণিকা সরকার। এদিন স্বামী ঘর থেকে বের হলে তার পিছু নেন তিনি। বাসা থেকে কিছুদূর একটি জুতোর শোরুমের সামনে প্রেমিকা অনিতা (ছদ্মনাম) সহ স্বামীকে হাতেনাতে ধরে ফেলেন মণিকা। এরপর দুজনকে সেখান থেকে ধরে এনে বেধড়ক মারধর শুরু করেন মণিকা। অনিতাকে একটি ল্যাম্পপোস্টে বেঁধে ফেলেন মণিকা। অবস্থা বেগতিক দেখে কোনোমতে পালিয়ে বাঁচেন নারায়ণ।

মণিকা সরকারের দাবি, তার স্বামীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন ওই নারী। এর ফলে দীর্ঘ ২৯ বছরের তাদের সংসার এখন ভাঙার মুখে।