ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


আফগানিস্তানে প্রেসিডেন্টের সমাবেশে ভয়ংকর বোমা হামলা, নিহত ২৪


১৮ সেপ্টেম্বর ২০১৯ ০১:৫৪

নতুন সময়

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির নির্বাচনী র‌্যালিতে জঙ্গি হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ৩১ জন। মঙ্গলবার দেশটির রাজধানী কাবুল থেকে উত্তরে পারওয়ান প্রদেশের রাজধানী চারিকারে নির্বাচনী র‌্যালিতে বিস্ফোরণ ঘটানো হয়। আফগান প্রেসিডেন্ট অক্ষত রয়েছেন বলে জানা গেছে। খবর রয়টার্সের।

নিহতদের মধ্যে এদের বেশিরভাগই বেসামরিক।

নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন প্রদেশটির হাসপাতাল প্রধান আবদুল কাশিম। তিনি জানান, নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আহতদের হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, আত্মঘাতী বোমা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। কোনো জঙ্গি সংগঠন এখনও হামলার দায় স্বীকার করেনি।