ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


ভারতীয় সেনাদের গুলিতে নিহত পাকিস্তানি সেনা


১৫ সেপ্টেম্বর ২০১৯ ০২:১০

ফাইল ফটো

ভারতীয় সেনারা গুলি চালিয়েছে বলে দাবি করছে পাকিস্তান। বিনা উস্কানিতে নিয়ন্ত্রণরেখা তারাএ গুলি চালায়। শনিবার এ ঘটনায় পাকিস্তানি একজন সেনা সদস্য নিহত হয়েছেন। ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস-এর (আইএসপিআর) সংবাদ বিবৃতিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। এতে নারোওয়ালের অধিবাসী হাবিলদার নাসির হোসেন (৩৩) নিহত হয়েছেন। তিনি ১৬ বছর ধরে সেনাবাহিনীতে দায়িত্ব পালন করছিলেন।

এতে বলা হয়, বিনা উস্কানিতে হাজিপীর সেক্টরে গুলি চালায় ভারতীয় সেনারা। রিপোর্টে বলা হয়েছে, গত ৫ই আগস্ট নয়া দিল্লি জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার পর অস্ত্রবিরতি লঙ্ঘন বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে পারমাণবিক অস্ত্রধর এ দুটি দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর আগে ওই একই সেক্টরে ভারতীয় সেনাদের গুলিতে নিহত হয়েছেন ভাওয়ালনগরের অধিবাসী সিপাহি গুলাম রাসুল। এসব ঘটনায় নিন্দা জানাতে বেশ কয়েকবার পাকিস্তানে নিযুক্ত ভারতের কূটনীতিকদের তলব করা হয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে।