ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


ইরানের তেল কিনলেই নিষেধাজ্ঞায় পড়তে হবে: যুক্তরাষ্ট্র


১০ সেপ্টেম্বর ২০১৯ ০১:২২

ছবি সংগৃহিত

একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার নতুন করে ইরানের কাছ থেকে যে দেশ বা প্রতিষ্ঠান তেল কিনবে, সে দেশই নিষেধাজ্ঞায় পড়বে বলে হুশিয়ার করেছে যুক্তরাষ্ট্র।

২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে ছয় জাতির সঙ্গে করা চুক্তি থেকে যুক্তরাষ্ট্র ২০১৮ সালে নিজেকে একতরফাভাবে সরিয়ে নেয়। খবর রয়টার্সের।

মার্কিন অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তা সিগাল মানডেলকার সাংবাদিকদের বলেন, আমরা ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করে চাপ প্রয়োগ করবো। এরই মধ্যে তাদের তেল রফতানিতে ধস নেমেছে।

এরপর থেকেই ইরানের ওপর এক বছরে ইরানের অপরিশোধিত তেল রফতানি ৮০ শতাংশ কমে যায়।