গোপন শক্তি বাড়াতে স্বামী-স্ত্রীর অবাক কাণ্ড!

বহুদিন ধরেই যৌনজীবনে ভাটা পড়া এক দম্পতি প্রেমের জোয়ারে ভাসতে গিয়ে কী কাণ্ডটাই না করে ফেললেন। গিলে ফেললেন ৭ রকমের ৭টি পিল!
ঘটনাটি ঘটেছে সুদূর আমেরিকায়। বিদেশি এক ম্যাগাজিনে প্রকাশিত খবর অনুযায়ী, প্রেমের জোয়ারে ভাসতে গিয়ে এক দম্পতি নিজেদের ওপর ট্রাই করে ফেললেন ৭ রকমের পিল। দম্পতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বহুদিন ধরেই আমাদের জীবনে ভাটা পড়েছিল। কিছুতেই আমরা কেউ-ই আগ্রহ নিচ্ছিলাম না। এই কারণে আমাদের বৈবাহিক জীবনে অশান্তিও ছিল।
এক পর্যায়ে আমরা শক্তি বাড়ানোর জন্য পিল গ্রহণ করার সিদ্ধান্ত নেই। আমরা প্রথমে এক ধরণের পিল ব্যবহার করেছিলাম। কিন্তু সেটিতে কোনও কাজ হচ্ছিল না।
শেষমেশ দম্পতি নতুন একটি প্ল্যান করলেন৷ এক রাতেই খেয়ে ফেললেন ৭ রকমের ৭টি পিল৷ যার মধ্যে ভায়াগ্রাও ছিল। দম্পতি জানালেন, ৭ রকম ওষুধ খাওয়ার পর তুফান উঠেছিল বিছানায় ৷ একরাতে প্রায় ১২ বার সঙ্গমে লিপ্ত হয়েছিলাম আমরা।