ঢাকা বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২


রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা


৩ আগস্ট ২০১৯ ২২:১২

ছবি সংগৃহিত

যুক্তরাজ্যে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে বিষাক্ত রাসায়নিক দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে।

গত বছরের মার্চে ইংলিশ শহর স্যালিসবুরি পার্কে সোভিয়েত নির্মিত নার্ভ অ্যাজেন্ট নোভিচক দিয়ে এই হত্যাচেষ্টা করা হয়েছে। এতে রাশিয়াকে দায়ী করা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগান ওরটাগুস এক বিবৃতিতে বলেন, শনিবার ওয়াশিংটন বলেছে- রাশিয়াকে আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর যেকোনো ঋণ, অর্থনৈতিক কিংবা প্রযুক্তিগত সহায়তার সম্প্রসারণের বিরোধিতা করবে তারা।

রাশিয়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। স্ক্রিপাল হত্যাচেষ্টার দায়ে গত বছর এক দফা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এবার তারা দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞা আরোপ করল।