ঢাকা মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


বিয়ের দিন বরের গোপনাঙ্গ কাটলো সাবেক স্ত্রী


৩০ জুলাই ২০১৯ ০৭:০৩

নিজেদের মধ্যে বনিবনা হচ্ছিল না বলে বিচ্ছেদ হয়ে গিয়েছিল ৫৮ বছরের চে- এর। এরপর তিনি আবার সব নতুন করে শুরু করবেন পরিকল্পনা করেছিলেন। সে অনুযায়ী অন্য এক নারীর সঙ্গে ডেট করার পর বিয়ের সিদ্ধান্ত নেন। দ্বিতীয় বিয়ের দিন ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত প্রথম স্ত্রী লি।

তাকে ধরে সোজা টেনে নিয়ে গেলেন বাথরুমে। কোনও কথা না বলে ব্যাগ থেকে ব্লেড বের করে কেটে দিলেন সাবেক স্বামীর গোপনাঙ্গ। এরপর চে-কে বাথরুমে বন্দি করে নিজে বেশ কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে চে এর হবু স্ত্রী পুলিশে খবর পাঠালে তাদের হাসপাতালে পাঠানো হয়।

কেন এ রকম করলেন? উত্তরে লি জানান, এতদিন চে আমার স্বামী ছিল। ফলে ওর সবকিছুই আমার সম্পত্তি। এখন বিচ্ছেদ হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু আমি ওই অধিকারবোধ ছাড়তে পারবো না।