ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


ফিলিপাইনে ভূমিকম্পে ৮ জনের মৃত্যু


২৭ জুলাই ২০১৯ ১৯:২৭

ছবি সংগৃহিত

ফিলিপাইনের বাটানাস প্রদেশে ৫.৪ ও ৫.৯ মাত্রার জোড়া ভূকম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সময় রোববার (২৭ জুলাই) সকালে হওয়া এই ভূমিকম্পে প্রাণহানি হয়েছে অন্তত ৮ জনের। এছাড়া আরও ৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। 

দেশটির ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানায়, ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি হয়নি। তবে কয়েকটি আফটার শকের কথা বলা হয়েছে।

স্থানীয় মেয়র রাউল ডি সেগন হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। তবে মৃতের সংখ্যা কতটা বাড়বে তা এখনও নিশ্চিত করা যায়নি। প্রকাশিত ছবিতে দেখা যায় ভূমিকম্পে অনেক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।