ঘূর্ণিঝড়ের কবলে বিমান, আহত ৩৫
-640x360-2019-07-12-12-49-43.jpeg)
ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এয়ার কানাডার একটি বিমান বাধ্য হয়ে হাওয়াইয়ের হনুলুলুতে অবতরণ করেছে। এই ঘটনায় আহত হয়েছেন ৩৫ জনেরও বেশি যাত্রী। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।
চীনভিত্তিক সংবাদমাধ্যম জিনহুয়া নেট জানায়, কানাডার ভ্যানকুবার থেকে এয়ার কানাডার ফ্লাইট-৩৩ সিডনির উদ্দেশে যাচ্ছিল। এতে ১৫ জন ক্রুসহ সব মিলিয়ে প্রায় ২৭০ জনের মতো যাত্রী ছিলেন।
কিন্তু মধ্য আকাশেই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বিমানটি। কোনও ধরনের পূর্বাভাস ছাড়াই ঝড়ে পড়ায় দিক পরিবর্তন করতে বাধ্য হয় কানাডার এই ফ্লাইট। শেষ পর্যন্ত স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে হনুলুলু বিমানবন্দরে অবতরণ করে এটি।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় প্রায় ৩৫ জনের মতো আহত হয়েছেন। বিমানটি অবতরণের পর এদের মধ্য থেকে কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়।
নতুনসময়/এমএন