ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


ফ্রান্সে মসজিদের সামনে বন্দুকধারীর হামলা, গুলিবিদ্ধ ২


২৮ জুন ২০১৯ ২১:৫৪

ফ্রান্সের পশ্চিমের শহর ব্রেস্টে মসজিদের সামনে বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়েছেন ২ জন। গতকাল বৃহস্পতিবার হামলাটি হয়। ঘটনার পরপরই গোটা এলাকা ঘিরে বন্দুকধারীর খোঁজে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টনার ট্যুইট করে জানিয়েছেন, বুহস্পতিবারের এই হামলার পরেই তিনি গোটা দেশের ধর্মীয় স্থানগুলিতে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, গুলিবিদ্ধ ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন বিপদমুক্ত।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, হামলার পরেই একটি গাড়িতে চেপে ওই বন্দুকধারী পালিয়ে যায়। তল্লাশি অভিযান চলাকালীন সুরক্ষার কারণে ঘটনাস্থলের আশপাশের লোকজনকে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। এই হামলায় জঙ্গিযোগ রয়েছে কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।


নতুনসময়/এমএন