ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণ


২৫ জুন ২০১৯ ০০:৩২

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে একটি সামরিক হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

পাকিস্তানের টুইটার ব্যবহারকারীদের থেকে এ তথ্য জানা গেছে।

কোয়েটার মানবাধিকারকর্মী আহসান উল্লাহ মিখাইল তার টুইটারে জানান, ঘটনাস্থলে কোনও ধরনের গণমাধ্যমকে সংবাদ প্রচারের অনুমতি দেয়নি কর্তৃপক্ষ।

ফলে মূলধারার কোনও সংবাদ মাধ্যমে তথ্যটি আসছে না।

যে হাসপাতালে বিস্ফোরণ ঘটেছে সেখানে জাতিসংঘের কালো তালিকাভুক্ত জঙ্গি সংগঠন ‘জঈশ-ই- মোহাম্মদ প্রধান মাসুদ আজহার চিকিৎসাধীন ছিলেন বলে দাবি করেন তিনি।


নতুনসময়/এমএন