শাকিবকে স্বামী সম্বোধন বুবলীর, অপুর হাহা রিঅ্যাক্ট ফেসবুকে
-2024-06-29-20-10-28.png)
শাকিবের ‘তুফান’–এর সঙ্গে ঈদে মুক্তি পায় বুবলী অভিনীত ‘রিভেঞ্জ’। ঈদের বহুল আলোচিত ছবি তুফানের কাছে পাত্তাই পায়নি রিভেঞ্জ। মুক্তির আগে থেকে রিভেঞ্জ ছবির পরিচালক মোহাম্মদ ইকবাল নানা অসংলগ্ন কথাবার্তা বলেন রায়হান রাফী পরিচালিত তুফান ঘিরে।
মুক্তির কয়েক দিন পর ইকবাল গণমাধ্যমে দাবি করেন, স্ত্রী হিসেবে শাকিবের তুফান সিনেমাকে পরোক্ষভাবে সাপোর্ট করতে রিভেঞ্জের প্রচারণায় যাননি বুবলী। পরিচালকের এমন উত্তরে কড়া জবাব দিয়ে বুবলী জানিয়েছেন, তিনি সিনেমার প্রতি দায়িত্বশীল, সে কারণে রিভেঞ্জ সিনেমার সংবাদ সম্মেলেনে উপস্থিত ছিলেন। টেলিভিশন অনুষ্ঠানেও রিভেঞ্জ নিয়ে কথা বলেছেন। ‘তুফান’ প্রসঙ্গ আনাটা মোটেও ঠিক নয়, মনে করেছেন এই ঢালিউড তারকা।