ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


নায়িকা মাহীর মনোনয়নপত্র বাতিল


৩ ডিসেম্বর ২০২৩ ১১:৪৪

ছবি সংগৃহীত

রাজশাহী-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। রোববার সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

এছাড়াও রাজশাহী-১ ( গোদাগাড়ী-তানোর) আসনে আরও ৩ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। 

বাতিল হওয়া অন্য প্রার্থীরা হলেন- গোলাম রাব্বানী, আখতারুজ্জামান আক্তার ও আয়েশা আক্তার জাহান ডালিয়া। 

রাজশাহী জেলা রিটার্নিং অফিসারের দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, ভোটারদের স্বাক্ষরে অমিল থাকার অভিযোগে এসব মনোনয়ন বাতিল করা হয়েছে বলে।

এদিকে মনোনয়নপত্র বাতিলের প্রতিক্রিয়ায় চিত্রনায়িকা মাহিয়া মাহী তার ফেরিফাইড ফেসবুকে আগাম পোষ্ট একটি পোষ্ট দিয়ে লেখেন যেটা খবর পেলাম সেটা যদি সত্যি হয় তাহলে আপনার কপালে খারাপ আছে বলে দিলাম। তারপর তিনি লেখেন যুদ্ধ ঘোষণা হবে কালকে।