ঢাকা বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


মুক্তির আগেই বিজয়ের সিনেমার আয় ৫৩০ কোটি?


২৯ জুন ২০২৩ ০০:২৬

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। তার পরবর্তী সিনেমা ‘লিও’। লোকেশ কঙ্গরাজ পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন তৃষা কৃষ্ণান। আগামী ১৯ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। কিন্তু মুক্তির আগেই সিনেমাটি মোটা অঙ্কের অর্থ আয় করবে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।

একটি সূত্র ইন্ডিয়া টুডেকে বলেন, ‘সেটেলাইট, ডিজিটাল এবং মিউজিকের স্বত্ব ২০০ কোটি রুপিতে বিক্রি হয়েছে। প্রযোজক এখন প্রেক্ষাগৃহের ব্যবসার দিকে নজর দিয়েছেন।

এদিকে আরেকটি সূত্র জানিয়েছেন, কেরালার থিয়েট্রিকাল রাইটস বা প্রেক্ষাগৃহ স্বত্ব বিক্রি হতে পারে ১৫ কোটি রুপি, তেলেগু ২৫ কোটি রুপি, কর্নাট ১২ কোটি রুপি, তামিল নাড়ু ১০০ কোটি রুপি এবং ওভারসিস রাইটস ৫০ কোটি রুপি। যার মোট আয় ৪০২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫৩০ কোটি ৪৫ লাখ টাকার বেশি)।

পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। ফলে অনেকেই মনে করছেন ইউনিভার্সের আগের দুই সিনেমা ‘কাইথি’ ও ‘বিক্রম’-এর অনেক চরিত্র ‘লিও’ সিনেমায় দেখা যাবে।

চলতি বছরের ২ জানুয়ারি তামিলনাড়ুর চেন্নাইতে শুরু হয় ‘লিও’ সিনেমার শুটিং। সিনেমাটির বড় অংশের শুটিং হয়েছে কাশ্মীরে। ২৭৫ কোটি বাজেটের সিনেমাটিতে বিজয় ছাড়াও অভিনয় করছেন— সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন প্রমুখ।