হিলি স্থলবন্দরে কমতে শুরু করেছে চালের দাম
আমদানি শুরুর পর হিলি স্থলবন্দরে কমতে শুরু করেছে চালের দাম। একদিনের মাথায় প্রতি কেজি চালের দাম কমেছে ৪ থেকে ৫ টাকা।
দুই দিন আগেও বন্দরের পাইকারি বাজারে প্রতি কেজি চিকুন জাতের শম্পা চাল ৭০ থেকে ৭১ টাকা দরে বিক্রি হলেও আমদানি শুরুর পর সেই চাল এখন বিক্রি হচ্ছে ৬৪ থেকে ৬৫ টাকায়।
পাইকারি ক্রেতারা বলছেন, সবেমাত্র বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনো তেমন পাইকারি ক্রেতারা আসেনি।ফলে বন্দরে চালের বাজার এখনো তেমন জমে ওঠেনি। আগামী সপ্তাহের মধ্যে পাইকারি ক্রেতারা চলে আসবে তখন চালের বেচা-কোনাও পুরাদমে শুরু হবে বলে আশা ব্যবসায়ীদের।
হিলি কাস্টমস বিভাগ বলছে, গেল দুই দিনে হিলি বন্দর দিয়ে ২০ ট্রাকে ৮১৬ মেট্রিক টন চাল আমদানি হয়েছে ভারত থেকে। আমদানিকৃত এসব চাল ঢাকা, সিলেট, ময়মনসিংহ, জামালপুর, বগুড়া, রংপুর সহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হয়ে থাকে।
