ফের বিয়ের গুঞ্জন উসকে দিলেন বিজয়-রাশমিকা

জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা এবং অভিনেতা বিজয় দেবরকোন্ডার দীর্ঘদিন ধরেই প্রেম করছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। বেশ কয়েকবার গুঞ্জন উঠলেও তারা নিজেদের ‘ভালো বন্ধু’ বলে দাবি করেছেন। এবার আরও একবার বিয়ের খবর উসকে দিলেন বিজয়-রাশমিকা নিজেরাই।
মূলত, দুই পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে দুপুরের খাবার খেতে রেস্তোরাঁয় গিয়েছিলেন রাশমিকা-বিজয়। সেই মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছেন নেটদুনিয়ায়। তাতে দেখা যায়, দুই পরিবারের সদস্যদের নিয়ে একটি রেস্তোরাঁয় বসে আছেন বিজয়-রাশমিকা। বিজয়ের পরনে ব্রাউন কালারের টি-শার্ট। অন্যদিকে রাশমিকার পরনে সাদা রঙের ওভার সাইজ টি-শার্ট।
এই ভিডিও প্রকাশের পর গুঞ্জন উড়ছে বিজয়-রাশমিকা খুব শিগগিরই বিয়ে করতে চলেছেন। নেটিজেনদের কেউ কেউ বলছেন, ‘বিয়ের প্রস্তুতি চলছে।’ আবার অনেকেই বলছেন, ‘বিজয়-রাশমিকা একসঙ্গে থাকছেন।’ যদিও বিজয় বা রাশমিকাকেউই এই বিষয়ে এখনও মুখ খোলেননি।
‘ডিয়ার কমরেড’, ‘গীতা গোবিন্দম’-এর মতো প্রেমের সিনেমার শুটিংয়ের সময় থেকে বিজয়ের সঙ্গে রাশমিকার বোঝাপড়া ভালো। সেই সময় থেকেই এ জুটিকে ঘিরে প্রেমের গুঞ্জনের সূত্রপাত।