ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


হাসপাতালে পরিচালক রাজ চক্রবর্তী


১৯ এপ্রিল ২০২৩ ০৫:৪২

হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তীকে। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এই পরিচালক।

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে রাজ চক্রবর্তীর সহকারী বলেন, ‘রাজদাকে আগামীকাল হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। শুধু প্রস্রাবে সংক্রমণ ধরা পড়েছে। তবে বাড়াবাড়ির কিছু নাই। একদম ঠিক আছেন দাদা।’

প্রতি বছর সারা শরীর পরীক্ষা করান রাজ চক্রবর্তী। মূলত, এ কারণে হাসপাতালে ভর্তি হন রাজ। পরে তার প্রস্রাবে সংক্রমণ ধরা পড়ে। এসব তথ্য জানিয়ে তিনি বলেন, ‘বেশি চিন্তার কোনো কারণ নেই। রাজদা সম্পূর্ণ ভালো আছেন। প্রতি বছরই সারা শরীর পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন দাদা। একই কারণে এবারো হাসপাতালে ভর্তি হয়েছেন।’

কিছু দিন আগে ‘আবার প্রলয়’ সিনেমার কাজ শেষ করেছেন রাজ চক্রবর্তী। বিধায়ক নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক ব্যস্ততাও তার বেড়েছে। যদিও শত ব্যস্ততার মাঝে পরিবারকে সময় দিতে ভোলেন না পরিচালক।

আইকে