গায়ক আকবরের স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক!

গত বছর গায়ক আকবরের মৃত্যুর পর থেকেই অর্থকষ্টে দিন পার করছেন তার স্ত্রী-কন্যা। এরইমধ্যে আকবরপত্নী কানিজ ফাতেমার ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। কিন্তু টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করতে পারছেন না তিনি।
কানিজ ফাতেমা জানান, ‘গত কয়েকদিন ধরে বুকে প্রচণ্ড ব্যাথা। কথা বলতে পারছি না। কয়েকটি টেস্টের রিপোর্ট এসেছে, অবস্থা আশঙ্কাজনক। সবাই আমার জন্য দোয়া করবেন।’
অন্যদিকে আকবরকন্যা জানান, ‘আম্মু খুব কষ্ট পাচ্ছে। আমি তো অনেক ছোট, আমি কীভাবে একা আম্মুকে সামলাবো বুঝতে পারছি না। আল্লাহ তুমি আমার আম্মুকে সুস্থ করে দাও।’
প্রসঙ্গত, প্রায় ১৮ বছর আগে ইত্যাদির মঞ্চে কিশোর কুমারের গান গেয়ে পরিচিতি পান আকবর আলি গাজী। এরপর নিজের মৌলিক গান ‘তোমার হাত পাখার বাতাসে’ দিয়ে করেন বাজিমাত। গানটির অডিও-ভিডিও দুটোই ছিল সুপারহিট।
গত বছরের ৫ নভেম্বর কিডনি জটিলতায় রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন আকবর। সেখান থেকে তাকে নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। কিন্তু ডাক্তারদের সব চেষ্টাকে বৃথা করে গত বছরের ১৩ নভেম্বর পরপারে পাড়ি জমান আকবর।
আইকে