ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন শাকিব খানের


২৭ মার্চ ২০২৩ ২১:৪৭

প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন চিত্রনায়ক শাকিব খান।

সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনাল এ এম জুলফিকার হায়াতের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করতে ১২টা ৫০ মিনিটে আদালতে আসেন তিনি।

শাকিব খানের আইনজীবী তানভীর আহমেদ তনু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এদিন আদালত তার জবানবন্দি গ্রহণ করেন এবং আদেশ পরে দেবেন বলে জানান।

এর আগে, বৃহস্পতিবার একই আদালতে তিনি মামলা করতে আসলে বিচারক মামলা ফাইলিংয়ের সময় চলে যাওয়ায় মামলা না নিয়ে তার আইনজীবীকে আজ সোমবার আসতে বলেন।

আইকে