ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


এবার বর্ষাকে নিয়ে মুখ খুললেন বুবলী


৮ মার্চ ২০২৩ ০৩:০৪

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর খোঁচাখুঁচি যেন থামছেই না! কিছুদিন পরপরই একজন আরেকজনকে খোঁচা দিয়েই যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হচ্ছে সেসব।

ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। তবে এবার ভিন্ন এক ব্যাপার নিয়ে আলোচনায় অনন্ত জলিলের স্ত্রী চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।

রোববার (৫ মার্চ) প্রথম সন্তান আব্রাহাম খান জয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন শাকিব খান। আর সেটার কিছু সময় পর, রাত ১১টার দিকে শবনম বুবলীর সঙ্গে সন্তানের ছবি পোস্ট করে ‘সুন্দর’ ক্যাপশন জুড়ে দেন বর্ষা।

এদিকে সোমবার (৬ মার্চ) বর্ষার সেই পোস্টটি আবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে শেয়ার করে বুবলি লেখেন, ‘ধন্যবাদ বর্ষা আপু, অনেক ভালোবাসা’।

প্রসঙ্গত, বর্ষা ও বুবলী একজনের প্রতি অন্যজনের সম্মান, স্নেহ ও ভালোবাসা দেখে ভক্তেদর প্রশংসায় ভাসছেন দুইজন।

আইকে