তুরস্কের ভূমিকম্পে স্ত্রীসহ ‘কুরুলুস উসমান’ অভিনেতার মৃত্যু

তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে ভবন ধ্বসে চাপা পড়ে স্ত্রীসহ মারা গেছেন জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কুরুলুস উসমান’-এর অভিনেতা।
নিহত এই শিল্পীর নাম জাগদুস জানকায়া। তার স্ত্রীর নাম লাজান তাগরিস। সিরিজটিতে কোনিয়া প্রাসাদের একজন গুরুত্বপূর্ণ সৈনিকের ভূমিকায় অভিনয় করছিলেন জাগদুস। তার স্ত্রী ছিলেন একজন কণ্ঠশিল্পী।
পাকিস্তানি গণমাধ্যম ডনকে এই তথ্য নিশ্চিত করেছেন তুর্কি প্রযোজনা সংস্থা বোজদাগ ফিল্ম ও সিরিজটির পরিচালক মেহমেদ বোজদাগের।
পাশাপাশি সংস্থাটি অভিনেতা ও তার স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে। এছাড়াও শোকবার্তায় ভূমিকম্পে নিহত সবার আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।
প্রসঙ্গত, ‘কুরুলুস উসমান’ একটি জনপ্রিয় তুর্কি ড্রামা সিরিজ। বিশ্বের ৭৩টি দেশে প্রচারিত দর্শকনন্দিত সিরিজটি আন্তর্জাতিক ভেনিস টিভি অ্যাওয়ার্ড ২০২০-এ সেরা সিরিজ নির্বাচিত হয়েছিল।
আইকে