ঢাকা শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


নিষেধাজ্ঞার পরও পাকিস্তানে চললো ‘পাঠান’


৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:২০

নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পাকিস্তানের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হলো যশরাজ ফিল্মস প্রযোজিত শাহরুখ খানের ‘পাঠান’। এর মধ্যে দিয়ে খালি রইল না প্রেক্ষাগৃহের আর একটিও আসন।

পাকিস্তানি মুদ্রায় ৯০০ রুপির টিকিটে হাউসফুল ‘পাঠান’-এর শো। নিষেধাজ্ঞা থাকায় বেআইনিভাবেই জোগাড় করে দেখানো হয়েছে ‘ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স’-এর এই ছবি।

জানা যায়, পাকিস্তানের ‘ফায়ারওয়ার্ক ইভেন্ট’ নামক এক সংস্থা আয়োজন করে ‘পাঠান’ সিনেমা প্রদর্শনের। সিনেমার টিকিট মূল্য রাখা হয় পাকিস্তানি মুদ্রায় ৯০০ রুপি।

তবে পাকিস্তানি সেন্সর বোর্ডের কানে এই খবর যেতেই নড়েচড়ে বসেছেন কর্তৃপক্ষ। ‘ফায়ারওয়ার্ক ইভেন্ট’কে অবিলম্বে ‘পাঠান’-এর সব প্রদর্শন বন্ধের নির্দেশ দিয়ে বিবৃতি জারি করেছে সিন্ধ সেন্সর বোর্ড।

কেউ যদি এর পরেও বেআইনিভাবে ‘পাঠান’ প্রদর্শন করেন, তাহলে অপরাধের শাস্তিস্বরূপ তার ১ লাখ রুপি জরিমানা থেকে ৩ বছরের জেল পর্যন্ত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে ‘পাঠান’ সিনেমা মুক্তির ১০ দিনের মাথায় বিশ্বজুড়ে ৭০০ কোটির বেশি ব্যবসা ইতোমধ্যেই করে ফেলেছে।

আইকে