যৌনাচার-মারধরের অভিযোগে অভিনেতা গ্রেপ্তার
-2023-02-01-21-12-58.jpg)
সম্প্রতি বিকৃত যৌনাচার ও মারধরের দায়ে টিভি সিরিয়াল ‘সিআইডি’র বাংলা সংস্করণের অভিনেতা অতীশ ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে নেতাজিনগরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অতীশকে।
ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, এক মডেলের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন এই অভিনেতা। গত ২৯ জানুয়ারি তাকে মারধর ও যৌন নির্যাতন করে নেতাজিনগরের বাড়িতে আটকে রেখেছিলেন অতীশ। পরে অতীশের বিরুদ্ধে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই মডেল। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অতীশকে।
জানা যায়, সংগীতশিল্পী কবীর সুমনের ভাড়াটিয়া অতীশ।
অতীশের নির্যাতনে অসুস্থ হয়ে বাঙ্গুর হাসপাতালে ভর্তি হয়েছেন ওই মডেল।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই মডেলের শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। মুখের একাধিক জায়গায় কালশিটে দাগ রয়েছে, শরীরে বহু দাঁতের গভীর ক্ষত রয়েছে।
উল্লেখ্য, গত ছয় মাস ধরে অতীশের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন ওই মডেল। ভালোবেসেই অতীশের সঙ্গে এক ছাদের তলায় থাকার সিদ্ধান্ত নেন। কিন্তু গত ছয় মাসে অতীশ তাকে নানাভাবে নির্যাতন করেছেন। চড়, লাথি, ঘুষি এমনকী অতীশ তাকে কামড়ে দিতেন বলেও অভিযোগ ওই মডেলের। পুলিশের কাছে গেলে তার ফল ভুগতে হবে বলেও হুমকি দিতেন অতীশ। বহুবার ঘরবন্দি করে রাখার অভিযোগও করেছেন ওই মডেল।
সূত্র : হিন্দুস্তান টাইমস
আইকে