যৌথভাবে আজীবন সম্মাননা দেওয়ার যৌক্তিকতা খুঁজে পাই না : ইলিয়াস কাঞ্চন

চলচ্চিত্রের নানা শাখায় অবদানের জন্য ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এ বছর অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী ডলি জহুরকে আজীবন সম্মাননা দেওয়া হবে।
তবে যৌথভাবে এই সম্মাননা প্রাপ্তিতে খুব বেশি খুশি নন অভিনেতা।
এ প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন একটি গণমাধ্যমকে বলেন, ‘রাষ্ট্র আমাকে সম্মাননা দিয়েছে, এটি অবশ্যই আনন্দের। তবে আজীবন সম্মাননা পেলে একজন শিল্পী যতটুকু খুশি হতে পারেন, আমি ততটুকু হতে পারিনি।’
আমার মতে, ‘যৌথভাবে সম্মাননা দিতে থাকলে তো পরে শিল্পী পাওয়া কঠিন হয়ে যাবে। এমন গুরুত্বপূর্ণ একটি পুরস্কার যৌথভাবে না দিয়ে যারা উপযুক্ত, তাদের একজন করেই আজীবন সম্মাননা দেওয়া হোক। এটাই আমার কাছে যুক্তিসম্পন্ন।’
তিরন আরও যোগ করেন, ‘এবার ডলি জহুরকে আজীবন সম্মাননা দিয়ে আমাকে না হয় পরেরবার দিত। তাহলে বিষয়টি আরও ভালো লাগত। যৌথভাবে সম্মাননা দেওয়ার বিষয়টি আমাকে তেমন আনন্দ দিতে পারেনি।’
আইকে