শুটিংয়ে দগ্ধ অভিনেত্রী আঁখির অবস্থা আশঙ্কাজনক

শুটিং চলাকালীন বৈদ্যুতিক শর্ট সার্কিট বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী শারমিন আঁখির অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন জানান, রোববার ও সোমবার আঁখির একইরকম অবস্থা ছিল। তার শ্বাসনালীসহ শরীরের ৩৫ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। শারীরিক অবস্থা বুঝে আজ মঙ্গলবার তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।
এর আগে গত শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর মিরপুরে একটি টেলিফিল্মের শুটিংয়ে দগ্ধ হন আঁখি।
ঘটনার বর্ণনা দিয়ে তার স্বামী রাহাত কবির বলেন, ‘শুটিং চলাকালীন চুল ঠিক করতে ওয়াশরুমে যায় আঁখি। হেয়ার স্টেটমেন্ট অন কিংবা অফ করতে গিয়ে এ ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, শুটিং হাউজটি সম্পূর্ণ নতুন। এটি এই হাউজের দ্বিতীয় কাজ। পেইন্টিংয়ের স্মেল থেকেও দুর্ঘটনাটি হতে পারে। তবে কেউ নির্দিষ্ট কিছু বলতে পারছে না। বিস্ফোরণে বাথরুমের দরজা ভেঙে যায়।
চট্টগ্রামে বেড়ে ওঠা আঁখির মঞ্চে যাত্রা শুরু ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’র মধ্য দিয়ে। ‘ইতি তোমারই ঢাকা’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় অভিষেক হয় তার।
এছাড়াও শিহাব শাহীনের ‘অনামিকা’ ও ইয়ামিন ইলানের ‘আজ বাবার বিয়ে’ নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
আইকে