না ফেরার দেশে রাখি সাওয়ান্তের মা

মারা গেছেন বলিউড অভিনেত্রী রাখির সাওয়ান্তের মা জয়া দেবী।
শনিবার (২৮ জানুয়ারি) মুম্বাইয়ের টাটা ক্যানসার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা যায়, দীর্ঘদিন দিন ধরেই ব্রেন টিউমার ও মরণব্যাধি ক্যানসারে ভুগছিলেন এই অভিনেত্রীর মা।
এদিকে, বেশ কয়েক দিন ধরেই মায়ের সুস্থতা কামনায় তার ভক্ত-অনুরাগীদের প্রার্থনা চাচ্ছিলেন তিনি। তবে শেষরক্ষা হলো না, সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন জয়া দেবী।
প্রসঙ্গত, ২০২১ সালের এপ্রিলে টিউমার অপারেশন হয়েছিল রাখির মা জয়ার। সে সময় চিকিৎসার সব খরচ বহন করেছিলেন অভিনেতা সালমান খান ও তার ভাই সোহেল খান। বরাবরই মায়ের চিকিৎসায় অভিনেত্রীর পাশে ছিলেন বলিউড ভাইজান।
খবর : ইন্ডিয়া টুডে
আইকে