পদ্মশ্রী পুরস্কার পেলেন রবিনা ট্যান্ডন

নব্বইয়ের দশকে জনপ্রিয় নায়িকা রবিনা ট্যান্ডন। যিনি ‘টিপ টিপ বরসা পানি’ এই গানে হলুদ শাড়িতে ঝড় তুলেছিলেন বহু তরুণের হৃদয়ে।
এবার নয়া পালক যুক্ত হল রবিনার মুকুটে। পদ্মশ্রী পুরস্কার পেলেন বলি এই অভিনেত্রী।
প্রজাতন্ত্র দিবসের আগের রাতে পদ্ম সম্মান প্রাপ্তদের তালিকায় তার নাম প্রকাশ করা হয়।
উল্লেখ্য, ১৯৭৪ সালে মুম্বইয়ে জন্ম বলি অভিনেত্রী রবিনা ট্যান্ডনের। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। ১৯৯১ সালে 'পাত্থর কে ফুল' সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন।
এছাড়া ২০০১ সালে তিনি কল্পনা লাজমি পরিচালিত ‘দমন’ ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
আইকে