আমি তোমাকে অসংখ্যভাবে অসংখ্যবার ভালোবেসেছি: মিম

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ২০২২ সালের ৪ জানুয়ারি ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারের সাথে তিনি সাত পাঁকে বাঁধা পড়েন।
আজ তার প্রথম বিবাহবার্ষিকী। তাই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে দুবাইয়ে অবস্থান করছেন তারা।
প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার রাত আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন মিম।
সেখানে তিনি লিখেন— চোখের পলকেই কেটে গেল বিয়ের এক বছর। যদিও আট বছরের ভালোবাসা, কিন্তু মনে হয় এই তো সেদিন মাত্র দেখা হলো।
তিনি আরও লিখেন— আমি তোমাকে অসংখ্যভাবে অসংখ্যবার ভালোবেসেছি। তাও তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে প্রথমের মতোই নতুন লাগে। এমনি সুন্দর, স্নিগ্ধ আর নতুন থাকুক আমাদের জীবন। আমাকে এভাবেই আগলে রেখো সবসময়।
হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি, লাভ!
এর আগে গত ২৯ ডিসেম্বর ঢাকা থেকে দুবাই যান নায়িকা মিম এবং তার স্বামী সনি পোদ্দার। সনি ও মিমের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন সেখানে। সেখানেই তারা থার্টিফার্স্ট নাইট ও নববর্ষ উদযাপন করেন।
আইকে